প্রধান শিরোনামবিশ্বজুড়ে

ভূমধ্যসাগর থেকে ইউরোপগামী ৬৫ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইউরোপগামী ৬৫ অভিবাসন প্রত্যাশীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ভূমধ্যসাগরের বউরি তেল-ক্ষেত্র এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

নারী ও শিশুসহ অভিবাসন প্রত্যাশীরা ছোট একটি কাঠের নৌকায় সাগর পারি দিচ্ছিল। ইঞ্জিন জটিলতায় নৌকাটি বন্ধ হয়ে গেলে ভূমধ্যসাগরে ভাসতে থাকলে তা একটি পর্যবেক্ষক বিমানের নজরে আসে।

পরে তাদের উদ্ধার করে ইতালির একটি সরবরাহকারী নৌকা। উদ্ধার হওয়াদের কারোরি লাইফ জ্যাকেট ছিলনা। প্রায়ই ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীরা সমুদ্রে ইঞ্জিন জটিলতায় হুমকির মুখে পড়ে।

এ বছর ৪৪ হাজার অভিবাসন প্রত্যাশী তিউনিশিয়া ও লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হয়ে ইউরোপ পৌছেছে।

/আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close