বিনোদন

ভেঙে ফেলা হচ্ছে ‘রাজমনি’ সিনেমা হল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চলচ্চিত্র নির্মাণ কমার সঙ্গে সঙ্গে ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন সিনেমা হল। এবার সেই কাতারে যুক্ত হলো রাজধানীর রাজমনি সিনেমা হল।

রোববার (১৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলে রাজমনি সিনেমা হল থেকে মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে। সকাল থেকে হল ভাঙার কাজ চলছে। এই হলটি ১৯৮৩ সাল থেকে সিনেমা প্রদর্শন করে আসছিল। এ হলের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনি।

খোঁজ নিয়ে জানা যায়, রাজমনি হল ভেঙে এখানে সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। যে কারণে হল ভাঙার কাজ শুরু হয়েছে। আগামী ঈদের আগেই সিনেপ্লেক্স তৈরি হেবে।

হলমালিকরা বলছেন, দেশে বেশ কয়েকবছর ধরে চলচ্চিত্রের মন্দা বাজার চলছে। সেই সাথে সিনেমা হলগুলো বন্ধ হওয়ার মূল কারণ দর্শক না আসায়।

তবে নির্মাতা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, সিনেমা হলের পরিবেশ উপযোগী না হওয়ার কারণে হলে দর্শক আসে না। সিনেমা হলগুলো সময় উপযোগী করে পরিবেশ ঠিক করলে হলে দর্শক সংখ্যা বাড়বে। সেই সঙ্গে সিনেমার অবস্থার পরিবর্তন হবে বলে জানান।

Related Articles

Leave a Reply

Close
Close