দেশজুড়ে

মরদেহের ওপর দিয়ে চলে গেছে অসংখ্য যানবাহন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেতলে যাওয়া এক ব্যক্তির মরদেহ হাড় ও মাংস উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর হাটের অদুরে পদ্মপুকুর নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত ওই যুবক যানবাহনের চাপায় মারা যান। এরপর তার দেহের ওপর দিয়ে অসংখ্য যানবাহন যাতায়াত করে। এ কারনে মরদেহ থেতলে যায় এবং মহাসড়কে হাড় ও মাংস পড়ে থাকে। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে মরদেহের খণ্ডগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।

তিনি আরও জানান, হাড় মাংসের সাথে নীল চেক শার্ট ও লুঙ্গী পাওয়া গেছে। যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেতলে যাওয়ায় মরদেহ চিনতে পারা কষ্টকর হয়ে পড়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close