দেশজুড়েপ্রধান শিরোনাম

মসজিদে জামাতের ক্ষেত্রে ইমামসহ ৫ জনের বেশি নয়, জুমার ক্ষেত্রে ১০ জন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মসজিদে ৫ ওয়াক্ত জামাতে ইমামসহ ৫ জনের বেশি অংশ নিতে পারবেন না। এছাড়া জুমার নামাজের ক্ষেত্রে ১০ জনের বেশি জামাত করা যাবে না। আজ দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আরও জানানো হয়, অন্যান্য ধর্মাবলম্বীদের নিজ নিজ উপাসনালয়ে না গিয়ে ঘরে প্রার্থনা করতে হবে।

ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়, ভয়ানক করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ছাড়া অন্য সব মুসল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসায় নামাজ আদায় করতে নির্দেশ দেওয়া যাচ্ছে। জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া যাচ্ছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close