বিশ্বজুড়ে

মস্কোতে ৮ শতাধিক প্রতিবাদকারী আটক

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাশিয়ার পুলিশ, মস্কোতে বিরোধী দলগুলোর আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে অংশ নিতে সমবেত হওয়া কয়েকশ ব্যক্তিকে আটক করেছে। বিরোধী শিবিরের সমর্থক একটি নাগরিক গ্রুপ, ৮শর বেশী লোক আটক করা হয়েছে বলে জানায়।

উল্লেখ্য গতকাল এসকল লোকজন, আগামী মাসে অনুষ্ঠিতব্য মস্কো নগর পরিষদের নির্বাচনে বিরোধী ৫৭ জনের প্রার্থিতা বাতিল করার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন।

পুলিশ, প্রতিবাদ সমাবেশটির অনুমোদন নেই উল্লেখ করে সমবেত লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশ অমান্যকারীদের পুলিশ আটক করে।

পুলিশ, সমাবেশে প্রায় ১ হাজার ৫শ লোক ছিল এবং এদের মধ্যে ৬শ জনকে আটক করা হয়েছে বলে জানায়।

গতকাল রুশ তদন্তকারীরা, বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনির নেতৃত্বাধীন নাগরিক গ্রুপটি মানি লণ্ডারিংএর সঙ্গে জড়িত ছিল বলে জানায়। উল্লেখ্য, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচক এই নেতা বর্তমানে পুলিশের হাতে আটক রয়েছেন।

পুলিশ গত ২৭শে জুলাই, বিরোধী দলগুলোর আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী ১ হাজারের বেশী লোককে আটক করে। ফ্রান্স এবং কানাডা, রাশিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

Related Articles

Leave a Reply

Close
Close