দেশজুড়ে

মহিষ আনতে গিয়ে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের বড় দেইল গ্রামে বজ্রপাতে দুই মহিষ পালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মহিষ চরাতে মাঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃতরা হলেন- বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় দেইল গ্রামের খানার বাড়ির কামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামান (৪৫)  এবং একই গ্রামের জিয়াউল হক মিস্ত্রি বাড়ির কামাল উদ্দিনের ছেলে আবুল কালাম (৫৫)।

বুড়িরচর ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নূরুল আমিন ঘটনা নিশ্চিত করে জানান, সকাল থেকে বুড়িরচরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে লালচর এলাকার মাঠে ছেড়ে আসা মহিষ দেখতে যায় কামরুজ্জামান ও কালাম। মাঠের কাছাকাছি গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে দু’জন নিহত হন। পরে স্থানীয় লোকজন জমিতে পড়ে থাকতে দেখে তাদের বাড়িতে খবর দেয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকালে দুই কৃষক মহিষ নিয়ে মাঠে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close