দেশজুড়ে

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীতে গ্রেফতার ৪৮

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা অনেক আগে থেকেই দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিকেই কেন্দ্র করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৪৬০ পিস ইয়াবা, ১১৯১ গ্রাম হেরোইন, ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৮০০ মিলি. দেশীয় মদ উদ্ধার করা হয়।

শনিবার (১৩জুলাই) সকাল ৬টা থেকে রোববার (১৪ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।

১০ কেজি গাঁজা ও ১ হাজার ইয়াবা উদ্ধার: যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগ। গ্রেফতারকৃতরা হল নাসিরউদ্দিন খোকন, মোহাম্মদ হোসেন ও ইমান হোসেন।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close