দেশজুড়ে

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মানিকগঞ্জের সাতটি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ও ইয়াবাসহ মোট ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) সকালে থেকে মঙ্গলবার (৯ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

২২ জনের মধ্যে  ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাসড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে এনামুর রহমান রাফসি (২৫), একই এলাকার মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম ভূঁইয়া, সিংগাইর উপজেলার গোলড়া এলাকার আকমল হোসেনের ছেলে মোমিন খান ওরফে, একই এলাকার বাবুলমিয়ার ছেলে রাজন, মৃত কামাল খন্দবারের ছেলে নিটল খন্দকার (২৬), চর আজিমপুর এলাকার জীবন ফকিরের ছেলে ফজর আলী, জয়মণ্ডপ এলাকার ফজলুল হকের ছেলে আলমগীর হোসেন (৩১)।

জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) হামিদুর রহমান সংবাদমাধ্যমে বলেন, গত ২৪ ঘণ্টায় সাতজন মাদকসেবী ও বিক্রেতা এবং পরোয়ানাভুক্তসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত নয় জন এবং সিআর পরোয়ানায়ভুক্ত ছয়জন আসামি রয়েছে।

আটক মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসপি হামিদুর।

Related Articles

Leave a Reply

Close
Close