বিশ্বজুড়ে

খোলা আকাশের নিচে কাজ নিষিদ্ধ করলো সৌদি সরকার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রখর সূর্যের আলোতে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিন মাস খোলা আকাশের নিচে কাজ করা নিষিদ্ধ করেছে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

সৌদি আরবের বর্তমান তাপমাত্রা ও প্রবাসীদের শ্রমিকদের যারা বাইরে খোলা আকাশের নিচে কাজ করেন তাদের কথা চিন্তা করেই সৌদির শ্রম মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত- এ তিন মাস দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উন্মুক্ত সূর্যালোকে কোনো শ্রমিক দিয়ে কাজ করানো যাবে না।

সৌদি শ্রম মন্ত্রণালয় আরও জানিয়েছে, শ্রমিকদের মানবিক বিষয় বিবেচনায় এবং স্বাস্থ্যগত নিরাপত্তায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আদেশ বাস্তবায়নে কোনো ব্যত্যয় ঘটলে ১৯৯১১ নম্বরে কল করতে বলা হয়েছে।

এর ভিত্তিতে সংশ্লিষ্ট কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Close
Close