দেশজুড়ে

মানিকগঞ্জে ৪৯ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: করোনা ভাইরাস সর্তকতায় মানিকগঞ্জে তাবলীগ জামায়াতের ৪৬ জন মুসুল্লীসহ ৪৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রোববার রাত ১১টার দিকেতারা সবাই শেরপুর জেলা থেকে নিজ এলাকা মানিকগঞ্জে ফিরছিলেন।

জেলা পুলিশের বিশেষ শাখার এএসপি হামিদুর রহমান জানান, তাবলীগ জামায়াতের এক মুসুল্লী করেনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর রোববার সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষনা করা হয়। ওই এলাকার বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশী চেকপোষ্ট। মধ্যরাতে দুটি পিকআপে করে ওই মুসল্লিরা সিংগাইরে ফেরার সময় চেকপোষ্টে আটক করা হয়। পরবর্তীতে করেনা সর্তকতায় ৪৬ জন মুসুল্লী এবং পিকআপ চালক ও সহযোগিসহ ৪৯জনকে মানিকগঞ্জ আঞ্চলিক জনসংখ্যা ইনষ্টিটিউটে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

স্বাস্থ্য বিভাগ তাদের সার্বক্ষনিক পযবেক্ষণ করছেন বলে জানান তিনি।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Related Articles

Leave a Reply

Close
Close