দেশজুড়ে

মানুষের আয় ও আয়ু বাড়ছে, সফলতা সরকারের : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, আয়ু বেড়েছে। এ গুলো বর্তমান সরকারের সফলতা। দেশে দরিদ্রের হার কমেছে। অতি দরিদ্রের হার ৫ শতাংশে নিয়ে আসব আমরা।’

শনিবার (২৪ আগস্ট) সিলেটে দুরারোগ্য ব্যাধি ও জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। সিলেট নগরের রিকাবিবাজারে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ধনী-দরিদ্রের পার্থক্য কম উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘আমাদের অর্থনীতিকে আমি মানবিক উন্নয়ন হিসেবে আখ্যায়িত করি। এশিয়ার ৪৫টি দেশের মধ্যে প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৮ দশমিক ১৩। প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ দ্বিতীয়। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সফলতা।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধা বঞ্চিত, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাসহ ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত ও জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় নিয়ে এসেছেন। এ ক্ষেত্রে সঠিক মানুষ যাতে টাকা পায় সে দিকে নজরদারি বাড়াতে হবে।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক সানজিদা সুলতানা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ, জাতীয় সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক বিশেষ অতিথির বক্তব্য দেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ।

অনুষ্ঠানে জানানো হয়, চিকিৎসা সহায়তার এ কর্মসূচির আওতায় সিলেট জেলার ১৪টি উপজেলার ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয় কিস্তির ২৬৮ জনকে এক কোটি ৩৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

/আরএইচ

Related Articles

Leave a Reply

Close
Close