বিশ্বজুড়ে

মালদ্বীপের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

ঢাকা অর্থনীতি ডেস্ক: মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুটি সমঝোতা স্মারক ও একটি চুক্তিতে সই করে বাংলাদেশ ও মালদ্বীপ।

এর আগে, মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে বর্ণাঢ্য কায়দায় সরকার প্রধান শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানো হয়।

প্রথমবারের মতো মালদ্বীপ সফরের দ্বিতীয় দিন সকালে শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে সামরিক কায়দায় তাকে সালাম জানান প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা। রীতি অনুযায়ী বাজানো হয় দুদেশের জাতীয় সংগীত। ছিলো গান স্যালুটের আয়োজনও।

অভ্যর্থনা পর্বে উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনা উপভোগ করেন ইব্রাহিম সলিহ ও শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি ভবনের পরিদর্শন বইতে স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সারেন প্রধানমন্ত্রী। সূচির ধারাবাহিকতায় দুই শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন নিজেদের মধ্যে। পরে আনুষ্ঠানিক বৈঠকে দুদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট সলিহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Close
Close