বিশ্বজুড়ে

মালয়েশিয়ার পুলিশকে ঘুস দিতে চাওয়ায় বাংলাদেশীর জেল ও জরিমানা

১০ হাজার টাকা ঘুষ দিতে গিয়ে জরিমানা আড়াই লাখ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মালয়েশিয়ায় পুলিশকে ৫০০ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার টাকা) ঘুষের প্রস্তাব দিয়ে গ্রেপ্তার হওয়া এক বাংলাদেশি নাগরিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামা নিউজ জানায়, ওই যুবককে কারাদণ্ডের পাশাপাশি ১২ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

বেরনামা নিউজ আরও জানায়, মোহাম্মদ মোশারফ নামে ৩০ বছর বয়সী ওই যুবক গত সপ্তাহে পুলিশের কর্পোরাল মুহাম্মদ সায়াজওয়ান আহমদ সাফিউদ্দিনকে রাস্তায় ঘুষ দিতে চেয়ে ধরা পড়েন।

২০ জানুয়ারি লুনাস টোল প্লাজা দিয়ে একটি ট্যাক্সি করে যাওয়ার সময় মোশারফকে চ্যালেঞ্জ করেন ওই পুলিশ কর্মকর্তা। পুলিশের দাবি, বাংলাদেশি এই প্রবাসী আন্তঃশহরে ভ্রমণের জন্য অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন।

মঙ্গলবার আদালতে ওঠা এই মামলা পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ফৌজি আজিজান। করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে রায় ঘোষণার সময় মোশারফকে হাজির করা হয়নি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close