বিশ্বজুড়ে

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী ধরতে চিরুনী অভিযান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ  মালয়েশিয়ায় অবৈধ প্রবেশসহ অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযানে বিভিন্ন বাহিনী। মালয়েশিয়া জুড়ে অভিযানে প্রতিদিনই গ্রেফতার হচ্ছে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।

পাঁচটি মাস্টার প্ল্যান অনুযায়ী দেশটির আনাচে-কানাচে অবস্থানরত বিদেশী নাগরিকদের কাগজপত্র চেক করা হবে। বিগত দিনে পুলিশ ও ইমিগ্রেশন দায়িত্বে থাকলেও নতুন করে যোগ করা হয়েছে সিটি কর্পোরেশন,অবসরপ্রাপ্ত সেনা, পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইমিগ্রেশন এবং পুলিশের সহযোগিতায় চলবে এই অভিযান।

যেখানেই বিদেশি শ্রমিকদের দেখা যাবে, সেখানেই অভিবাসন বিভাগের সদস্য ও স্থানীয় নাগরিকদের উপস্থিতিতে যাবতীয় কাগজ পত্র চেক করা হবে। বৈধ কাগজ পত্র দেখাতে ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করা হবে।

মালয়েশিয়াতে অবৈধ অভিবাসী সমস্যা একটি জাতীয় সমস্যা যা এখনো সম্পূর্ণভাবে মোকাবেলা করা সম্ভব হয়নি। এটা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে যা শুধু জাতীয় ও সীমান্ত নিরাপত্তাকেই বিঘ্নিত করে না বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর ব্যপক প্রভাব ফেলছে।

গত ৯ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন অবৈধ প্রবেশ রোধ এবং দীর্ঘ দিন কাগজপত্র বিহীন অভিবাসিদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি এই প্রস্তাবটি প্রকাশ করে। তিনি বলেন অবৈধ অভিবাসীরা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছরই অবৈধ অভিবাসীদের সংখ্যা বাড়ছে। দীর্ঘদিন বৈধ হওয়ার সুযোগ দিলেও সে সুযোগ কাজে না লাগিয়ে অবৈধভাবে অবস্থান করছে।

এদিকে মালয়েশিয়া প্রবাসীরা চান, নতুন শ্রম বাজার খোলার থেকে অবৈধ এবং আটক বাংলাদেশিদের জন্য বৈধতার সুযোগ সহ জেল জরিমানা ছাড়াই দেশে যাওয়ার জন্য ব্যবস্থা করা। চলতি বছরের জানুয়ারি থেকে ৩ জুন পর্যন্ত ৫ হাজারের বেশি বাংলাদেশিসহ আটক করা হয় মালয়েশিয়া অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close