তথ্যপ্রযুক্তি

মাসে ৩০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মাসিক ৩০০ টাকা খরচে সবার জন্য উচ্চগতির (ব্রডব্যান্ড) ইন্টারনেট সেবা নিয়ে এলো বিডিকম অনলাইন লিমিটেড। প্রতিষ্ঠানটি বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর আরমান। তিনি বলেন, ‘বিডিকম নিয়ে এলো সবার জন্য ইন্টারনেট সেবা স্মাইল ব্রডব্যান্ড।’ এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ স্ট্রাটেজি অফিসার গাজী জেহাদুল কবীর, সিআইও আনোয়ার হাসিন সাবির প্রমুখ।

এস এম গোলাম ফারুক আলমগীর আরমান বলেন, নতুন ধারার এক ব্রডব্যান্ড সেবা সবার জন্য ইন্টারনেট যার মাধ্যমে সারাদেশে ইন্টারনেট হবে সাশ্রয়ী ও সহজলভ্য। স্মাই্ল ব্রডব্যান্ডের রয়েছে ব্রোঞ্জ ইকোনমি প্যাকেজ। যার জন্য একজন গ্রাহককে প্রতিমাসে দিতে হবে ৩০০ টাকা। এই সংযোগে থাকছে আনলিমিটেড ডাউনলোড যা কোনও ধরনের ফেয়ার ই্উসেজ প্ল্যান এবং ডেটা ক্যাপ ছাড়াই ব্যবহার করা যাবে।

বর্তমানে বিডিকমের ১০ হাজারের বেশি ব্রডব্যান্ড গ্রাহক আছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এই হার প্রতিনিয়ত বাড়ছে। বিডিকমের দাবি অনুযায়ী এটিই হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বনিম্ন দামের ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজ। রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতেও এই ইন্টারনেট সেবা পৌঁছে গেছে বলে জানানো হয়। সেখানে আগে সর্বনিম্ন ৫০০ টাকায় (মাসিক খরচ) ইন্টারনেট ব্যবহার করতো তরুণরা। বর্তমানে তারা ৩০০ টাকায় ইন্টারনেট ব্যবহার করছে। তাদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা জানতে চাইলে এস এম গোলাম ফারুক আলমগীর আরমান জানান, সেখানকার তরুণরা তাকে জানিয়েছে তারা আগের চেয়ে বর্তমান সংযোগে বেশি গতির ইন্টারনেট পাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্যাকেজে ১০ জন গ্রাহককে একসঙ্গে এই সংযোগ নিতে হবে এবং প্রত্যেকে ৫ থেকে সর্বোচ্চ ১০ এমবিপিএস ব্যান্ডউইডথ পাবেন। সবার জন্য ইন্টারনেটের আওতায় আরও ২টি প্যাকেজ রয়েছে। একটি স্মাইল ব্রোঞ্জ ফ্লেক্সিবল, অন্যটি স্মাইল ব্রোঞ্জ ইজি। ব্রোঞ্জ ফ্লেক্সিবল প্যাকেজের আওতায় ৫ জন গ্রাহককে একসঙ্গে সংযোগ নিতে হবে (৫ থেকে সর্বোচ্চ ১০ এমবিপিএস) প্রতিমাসে খরচ ৪০০ টাকা। ব্রোঞ্জ ইজি প্যাকেজের আওতায় ২ জন গ্রাহককে একসঙ্গে সংযোগ নিতে হবে (৫ থেকে সর্বোচ্চ ১০ এমবিপিএস) প্রতিমাসে খরচ ৫০০ টাকা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিটি প্যাকেজের সঙ্গে নিরাপদ ইন্টারনেট (প্যারেন্টাল কন্ট্রোল), আইপিটিভি, আইপি টেলিফোনি সেবা গ্রাহক হওয়ার সুযোগ অফার হিসেবে থাকবে। অফার উপভোগ করা যাবে ডিজিটাল বাংলাদেশ মেলায়ও। বর্তমানে দেশের ১৪টি জেলায় এই সেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়। শিগগিরই সারাদেশে এই সেবা পৌঁছতে চায় প্রতিষ্ঠানটি।

প্যাকেজেগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে http://www.smile.com.bd/ ওয়েবসাইটে লগইন করে।

./আরএম


Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-filters.php on line 320

Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-filters.php on line 320

Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/functions/media-functions.php on line 72

Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/classes/class-tielabs-filters.php on line 320

Notice: Trying to access array offset on value of type bool in /home/dhakkkbn/public_html/wp-content/themes/jannah/framework/functions/media-functions.php on line 72

Related Articles

Leave a Reply

Close
Close