দেশজুড়ে

মায়ের কাছে ফিরতে অস্বীকৃতি, নিজ জিম্মায় ফিরলেন সুকন্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী ইয়াশা মৃধা সুকন্যা প্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে নিজ জিম্মায় থাকার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শান্ত ইসলাম মল্লিকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক মকবুলুর রহমান বিষয়টি জানিয়েছেন।

এদিন মেয়েকে ফিরে পেতে আদালতে আবেদন করেন সুকন্যার মা নাজমা ইসলাম। এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে সুকন্যা তার মায়ের জিম্মায় যেতে অস্বীকৃতি জানায়। তিনি আদালতকে বলেন, মায়ের কাছে গেলে ভালো থাকতে পারব না। নিজ জিম্মায় ফিরতে চাই।

প্রাপ্তবয়স্ক হওয়ায় সুকন্যাকে নিজ জিম্মায় যাওয়ার আদেশ দেন আদালত।

এর আগে সুকন্যাকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করে পুলিশ। সুকন্যা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দেন। ঢাকা মহানগর হাকিম শান্তা আক্তার তার জবানবন্দি রেকর্ড করেন।

গত ২৩ জুন রাজধানী সিদ্ধেশ্বরী গার্লস কলেজে মায়ের সঙ্গে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হন ইয়াশা মৃধা সুকন্যা। এ ঘটনায় সুকন্যার মা বাদী হয়ে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় সুকন্যার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। তবুও দুই মাসেও তার খোঁজ পাচ্ছিল না পরিবার। সর্বশেষ ২৩ আগস্ট রাতে রাজধানীর তেজগাঁও থেকে সুকন্যাকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। প্রকাশ্যে আসেন সুকন্যা।

ঢাকা অর্থনীতি/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close