ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘বনফুল অ্যান্ড কোম্পানি’ ও ‘মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি লিঃ’ কে ছয় লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।চট্টগ্রাম র্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার কয়েকটি প্রতিষ্ঠান ঈদকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করে বিক্রি করছে।
এই সংবাদ পাওয়ার পর র্যাব-৭ এর একটি দল বনফুল অ্যান্ড কোম্পানিতে অভিযান চালায়। সেখানে মিষ্টি রাখার টবে মরা মাছি, ফিনিশিং পণ্য ফ্লোরে প্যাকিং করাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়।এছাড়া ‘মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেড’কে বিভিন্ন অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় ৬৫ কেজি নোংরা মিষ্টি, ২১ কেজি দই, ১.৫ টন লাচ্ছা সেমাই, ৭৫ কেজি মেয়াদোত্তীর্ণ বিস্কুট, ৫২ কেজি ময়দা, ৮০০ পিস কাপ কেক, ৮০ পিস নোংরা কম্বল, ৭৫০ পিস নষ্ট ডিম, ৫০ লিটার তরল ডিম, ১৬০ লিটার পাম অয়েল, ৫২ লিটার ভিনেগার ও ৪৫০ পিস খালি প্যাকেট জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
/আরএম