দেশজুড়েপ্রধান শিরোনাম

মা ইলিশ ধরার অপরাধে ২৭ জেলে আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল,  ৫টি মাছ ধরা নৌকা এবং ১০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

জেলার মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, গত শুক্রবার রাতে আটক ১০ জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শনিবার রাতে আরও ১৩ জেলেকে নদী থেকে আটক করা হয়েছে। এসময় জেলেদের ব্যবহৃত নৌকা এবং জাল জব্দ করা হয়।

জেলার হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে আটকের পর একবছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় জেলেদের কাছ থেকে জাল ও নৌকা জব্দ করা হয়েছে।

শনিবার বিকেলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর সদরের মেঘনা পারে জেলে পল্লীতে অভিযান চালান। এসময় নৌকা থেকে ইঞ্জিন খুলে নিতে জেলেদেরকে অনুরোধ করেন। তা না হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোরভাবে  ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close