দেশজুড়ে

টাকা নিয়ে গাড়িতে ঘুমিয়ে থাকা সেই এসআই প্রত্যাহার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ টাকার বান্ডেল নিয়ে গাড়িতে ঘুমিয়ে থাকা সেই ডিবির উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) তাকে ডিবি থেকে প্রত্যহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

রোববার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই-১) মমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

গত বুধবার (৬ নভেম্বর) টাকা নিয়ে গাড়িতে ঘুমিয়ে থাকা এসআই আরিফুর রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পাশে ছিল তার ব্যবহারের ওয়ারলেস।

ছবিটি নিজের বলে স্বীকার করেন এসআই আরিফুর রহমান, তবে ছবিটা চার থেকে পাঁচ মাস আগের বলে জানান তিনি।

আরিফুর রহমান বলেন, আমার মা অসুস্থ ছিল। আমি আমার এক বন্ধুর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিলাম। মায়ের অসুস্থতার টেনশনে ইচ্ছা না থাকলেও গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম। হয়তো ওইসময় কেউ ছবিটা তুলে ফেলে।

Related Articles

Leave a Reply

Close
Close