দেশজুড়ে

মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা আ.লীগের সদস্য হতে পারবে না

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ২১তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের গঠনতন্ত্র বেশ কিছু ধারা সংশোধন এবং সংযোজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কেউ দলের সদস্য হতে পারবে না বলে আওয়ামী লীগের গঠনতন্ত্রে একটি ধারা সংযোজন করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে দলটির গঠনতন্ত্র সংশোধন ও সংযোজনে এ ধারা যুক্ত করা হয়।

একই সঙ্গে গঠনতন্ত্রে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং মৎস্যজীবী লীগকে দলের সহযোগী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী গঠনতন্ত্রে সংযোজন করা হয়েছে। বিদেশে দল এবং সহযোগী সংগঠনের কাজ গঠনতন্ত্র অনুযায়ী চলার ঘোষণা উল্লেখ করা হয়েছে।

মহানগর, জেলা ও উপজেলায় উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে আওয়ামী লীগের দলীয় বাজেট পাশ করা হয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close