দেশজুড়েপ্রধান শিরোনাম

মুরগী চুরির মামলায় আসামীর দুই দিনের রিমান্ড

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজবাড়ীতে মুরগী চুরি মামলায় তামিম হাসান রতন নামে এক আসামীকে ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) দুপুরে মামলাটির শুনানি শেষে মামালার ১নং আসামী রাজবাড়ী পৌরসভার ড্রাই আইচ ফ্যাক্টরী এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে মো. তামিম হাসান রতনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ১নং আমলী আদালতের বিচারক আবু হাসান খায়রুল্লাহ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দীন জানান, ১৩ অক্টোবর রাজবাড়ীর বিনোদপুর এলাকার মো. মিজানুর রহমান সদর থানায় তার নিজ হ্যাচারী থেকে ১ হাজার মুরগী চুরির মামলাটি দায়ের করেন।

তামিম হাসান রতন ও রকি, রায়হান সহ ৫আসামীর নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। ৫জন আসামীর মধ্যে রতন ও রকিকে গ্রেফতার করে তদন্তের স্বার্থে ৫দিনের পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত ২দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার আসামী পক্ষের আইনজীবি মো. আব্দুল বারী জানান, রাষ্ট্রপক্ষ দুই আসামীকে রিমান্ড চেয়েছিলো আমরা সেটার বিরোধিতা করেছিলাম আদলত একজনের আসামীর ২দিনের রিমান্ড মঞ্জুর করে অন্য আসামীর রিমান্ড নামঞ্জুর করেছেন।

Related Articles

Leave a Reply

Close
Close