বিশ্বজুড়ে

মৃত্যুর মিছিলে আচ্ছন্ন মিয়ানমার

ঢাকা অর্থনীতি ডেস্ক: সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সেনাবাহিনীর দমন পীড়ন ভয়াবহ আকার ধারণ করেছে। ম্যাসব্যাপী চলা বিক্ষোভের মধ্যে রোববার (১৪ মার্চ) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।

এরইমধ্যে মিয়ানমারের বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী ইয়াংগনের হ্লাইংথায়া শিল্পাঞ্চলে নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

দেশটির বার্তা সংস্থা মিয়ানমার নাও জানায়, রোববার হ্লাইংথায়া এলাকার একটি হাসপাতাল ৩৪টি মৃতদেহ গ্রহণ করেছে ও ৪০ জন আহতকে ভর্তি নিয়েছে। এছাড়া ওই এলাকায় আরও ৫টি মৃতদেহ পাওয়া গেছে। এসব ঘটনার পর ইয়াঙ্গনের হ্লাইংথায়া ও শোয়েপিথা শিল্পাঞ্চলে সামরিক আইন জারি করা হয়েছে।

এদিকে মিয়ানমারের চীনা দূতাবাস বলেছে, হ্লাইংথায়ায় অজ্ঞাত হামলাকারীরা চীনা গার্মেন্ট কারখানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে, এতে অনেক চীনা কর্মী আহত ও অনেকে ভিতরে আটকা পড়েছেন; তারা চীনা সম্পত্তি ও নাগরিকদের সুরক্ষা দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে।

বিক্ষোভকারীদের ধারণা, চীন মিয়ানমারের সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে, যদিও বেইজিং তা অস্বীকার করেছে। মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত মায়াবতী টেলিভিশন জানায় হ্লাইংথায়ায় চারটি গার্মেন্ট কারখানা ও একটি সার কারখানায় আগুন দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close