সাভারস্থানীয় সংবাদ

মে দিবসে কাজে গিয়ে সাভারে নির্মান শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মে দিবসেও থেমে নেই কিছু শ্রমিকের কাজ। আর এই দিবসটিতে কাজ করতে এসে লাশ হলেন নির্মাণ শ্রমিক রিয়াজ হোসেন (২৫) নামের এক যুবক। তিনি একটি নির্মানাধীন ভবনে কাজ করছিলেন।

শনিবার (১ মে) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহিমের নির্মাণাধীন একতলা বাড়িতে এঘটনা ঘটে।

নিহত রিয়াজ হোসেন একই এলাকার মোনতাজ উদ্দিনের ছেলে। তিনি বাবা মায়ের সাথে থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

পুলিশ জানায়, সকাল থেকে ভরারী দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহিম নামের এক ব্যক্তির একতলা ভবনের নির্মাণ কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মান শ্রমিক। ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে এসময় জড়িয়ে পড়ে রিয়াজ। গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে বাড়িওয়ালাসহ কাজের ঠিকাদার পলাতক রয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close