প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে ৮ বছরের শিশুকে পানি চুবিয়ে হত্যা করলো খালু

নিজস্ব প্রতিবেদক: সাভারে নিখোঁজের তিন দিন পর রাজিয়া সুলতানা (০৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কানের দুল বন্ধক রাখা নিয়ে পারিবারিক কোন্দলের জেরে রাজিয়াকে পানিতে চুবিয়ে হত্যা করে তার খালু নাজমুল (২৬)। এঘটনায় নাজমুলকে আটক করা হয়েছে।

আজ সোমবার (১২ জুলাই) ভোর রাতে সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার বিলের কচুরিপানার নিচ থেকে শিশু রাজিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজিয়া রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবতি বিষ্ণুপুর এলাকার আব্দুল জলিলের মেয়ে। সে সাভারের তরফ রাজাঘাট এলাকায় সোহেলের বাড়িতে পোশাক শ্রমিক বাবা-মায়ের সাথে ভাড়া থাকতো।

আটক নাজমুল রংপুর জেলার পীরগাছা থানার চৌধুরানী এলাকার বাসিন্দা। তিনি নিহত রাজিয়ার আপন খালু।

পুলিশ জানায়, অভিযুক্ত নাজমুল ও রাজিয়া সুলতানাসহ তার বাবা মা একই এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতো। এক সময় নাজমুল রাজিয়ার মায়ের একজোড়া কানের দুল বন্ধকের কথা বলে বিক্রি করে দেয়। সেই কানের দুল বার বার ফেরত চাইলে ক্ষিপ্ত হয় নাজমুল। পরে গত শুক্রবার (৯ জুলাই) বিকেলে কাউকে না জানিয়ে রাজিয়া সুলতানাকে ঘুরতে নিয়ে যায় নাজমুল। পরে সাভারের তরফ রাজাঘাট এলাকার একটি ডোবার পানিতে চুবিয়ে হত্যার পর রাজিয়াকে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে। এদিকে রাজিয়াকে খোঁজাখুঁজি না পেয়ে তার বাবা সাভার থানায় একটা নিখোঁজ ডায়েরি করেন। পরে নাজমুল রাজিয়ার মায়ের কাছে ফোন করে বলে রাজিয়া তার কাছে আছে ভাল আছে। এঘটনায় শনিবার জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলকে আটক করা হলে আজ ভোর রাতে রাজিয়াকে হত্যার কথা স্বীকার করেন। পরে পুলিশ তাকে সাথে করে নিয়ে তরফ রাজাঘাটের একটি বিলের কচুরিপানার নিচ থেকে রাজিয়ার মরদেহ উদ্ধার করেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে নাজমুলের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Close
Close