দেশজুড়ে

মোটরসাইকেলে পাচার হওয়ার সময় ৭ কেজি রূপার গহনা উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় চোরাচালানের সময় অভিযান চালিয়ে ৭ কেজি ওজনের বিভিন্ন ধরনের রূপার গহনা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় ওই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

ডিবি পুলিশ জানায়, সকালে চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় এক মোটরসাইকেল চালককে দর্শনা সীমান্ত এলাকা থেকে চুয়াডাঙ্গার দিকে আসতে দেখে থামতে সংকেত দেয়া হয়। তখন মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ট্যাংকির ভিতর থেকে উদ্ধার করা হয় ৭ কেজি ওজনের রূপার গহনা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ওই ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে। উদ্ধারকৃত রূপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close