দেশজুড়ে

মোটরসাইকেল জব্দ করায় পুলিশকে কুপিয়ে জখম

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল জব্দ করায় জয়রাম কুমার নামে পুলিশের এক সদস্যকে কুপিয়ে জখম করেছেন এক যুবক।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর ভাটাপাড়া এলাকার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথার পেছনে ধারালো অস্ত্রের কোপ রয়েছে বলে নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান।

আহত কনস্টেবল জয়রাম কুমার রাজশাহী পুলিশ লাইনে কর্মরত। তিনি ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছিলেন।

ওসি শাহাদত জানান, ট্রাফিক অফিসের পাশে ভেড়িপাড়া মোড়ে পুলিশ চেকপোস্ট বসায়। সেখানে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সেই মোটরসাইকেলটি কনস্টেবল জয়কুমার ট্রাফিক অফিসে নিয়ে যান।

অফিসের ভেতর মোটরসাইকেলটি রাখার পর বের হলে ওই যুবক জয় কুমারকে হাঁসুয়া দিয়ে কোপ মারেন। এরপর জয় কুমারের কাছ থেকে লাল রঙের একটি হেলমেট কেড়ে নিয়ে পালিয়ে যান ওই যুবক।

প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাকে ধরতে পুলিশের কয়েকটি টিম মাঠে রয়েছে বলে জানান ওসি।

Related Articles

Leave a Reply

Close
Close