বিশ্বজুড়ে

এক কিশোরীকে খুঁজছে ৩৫০ পুলিশ!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যুক্তরাষ্ট্র থেকে মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলেন ১৫ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী নোরা কুয়োইরিন। এক রিসোর্টে মা-বাবার সঙ্গে ছিলেন। কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ তিনি।

নোরাকে খুঁজে পেতে কাজ করছে মালয়েশিয়া পুলিশের সাড়ে ৩০০ সদস্য। তার সন্ধান দিতে পারলে ১০ হাজার পাউন্ড (প্রায় ১০ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে নোরার পরিবার। চালু করা হয়েছে হটলাইন।
নোরার মা-বাবা জানিয়েছেন, ‘নোরা আমাদের প্রথম সন্তান। জন্মের পর থেকে নোরা অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক ছিল না। ওকে হারিয়ে আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে।’
পরিবারের দাবি, নোরাকে অপহরণ করা হয়েছে। তবে মালয়েশিয়া পুলিশ বলছে, নোরা নিখোঁজ হয়ে থাকতে পারে।
এরই মধ্যে নোরার খোঁজে গভীর জঙ্গলের মধ্যে প্রায় চার বর্গকিলোমিটার এলাকায় অভিযান চালানো হয়েছে।
সূত্র: বিবিসি।

Related Articles

Leave a Reply

Close
Close