দেশজুড়েপ্রধান শিরোনাম

মৌলভীবাজারে গরু সঙ্গে ধাক্কা লেগে ট্রেন বিকল!

ঢাকা অর্থনীতি ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় গরুর সাথে ধাক্কা লেগে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস থেমে যায়। এসময় ট্রেনের ভ্যাকুয়াম পাইপ ছিড়ে ট্রেনটি কিছু ক্ষতিগস্ত হয়। এ অবস্থায় ট্রেনটি প্রায় এক ঘন্টা আটকা পড়েছিল।

রেলওয়ে সূত্র জানায়, রোববার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের শমশেরনগর স্টেশন ছেড়ে কুলাউড়া মনু স্টেশন সংলগ্ন এলাকায় পলকীছড়া রেল সেতুর কাছাকাছি এসে একটি গরুর সাথে ধাক্কা লাগে।

এতে ওই ট্রেনের ইঞ্জিনের ভ্যাকুয়াম পাইপ ছিঁড়ে যায়। ফলে মনু স্টেশন এলাকায় আটকা পড়ে ট্রেনটি। সন্ধ্যা ৭টা ১১মিনিট পর্যন্ত জয়ন্তিকা ট্রেনটি মনু স্টেশনে আটকা ছিল। ট্রেনের ধাক্কায় গরুটি ঘটনাস্থলে মারা যায়।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়ন্তিকা ট্রেনের পাইপ বদল করে ট্রেনটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

Related Articles

Leave a Reply

Close
Close