দেশজুড়ে

ম্যাজিস্ট্রেট রুমানা ধ্বংস করলেন যৌন উত্তেজক ওষুধ!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় ফেয়ার ল্যাবরেটরী ইউনানীর গোডাউনে ভ্রামামাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করে তা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে।

শুক্রবার(১৩ নভেম্বর) বেলা ১২টায় অবৈধ ওষুধ গুদামজাত করার অপরাধে ফেয়ার ল্যাবরেটরীজ (ইউনানী) কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোপান সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা রিয়াজের নেতৃত্বে ভ্রাম্যামাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। বেলাল হোসেনের মালিকাধীন ওষুধের গোডাউন খুলে অনুমোদন বিহীন ১৭ রকমের ওষুধের সন্ধান পাওয়া যায়। তাদের মাত্র ৭টি ইউনানী ওষুধ তৈরির অনুমোদন ছিল।

বগুড়া পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর শাহআলী জানান, সেখানে প্রায় সাড়ে তিন লাখ টাকার অবৈধ ও অনুমোদনহীন ওষুধ ছিল। ওষুধগুলোর সবই যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ। পরে এই অনুমোদনহীন ওষুধগুলো গুড়িয়ে দেওয়া হয়। জানা গেছে তারা ফেয়ার ল্যাবরেটরীজ (ইউনানী) ওষুধ তৈরির আড়ালে যৌন উত্তেজন ওষুধ সংরক্ষণ করে দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিল।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close