দেশজুড়েপ্রধান শিরোনাম

যাত্রাবাড়ী থেকে আনসার আল-ইসলামের সদস্য গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্ক: যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দাওয়াতী শাখার প্রধান ও প্রশিক্ষককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) গ্রেফতারকৃত ওমর ফারুক ওরফে আফসার ওরফে ফরহাদ (৩০) কে ১০ দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। হয়েছে। এর আগে গতকাল যাত্রাবাড়ী থানার জনপথ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত ১টি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

কাউন্টার টেরোরিজম বিভাগ সূত্রে জানা যায়, ওমর ফারুক আনসার আল-ইসলাম জঙ্গি সংগঠনের অন্যতম নীতি নির্ধারক। সে ২০১৯ সালের যাত্রাবাড়ী থানার একটি মামলার পলাতক আসামী। ওমর ফারুক জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দাওয়াতী শাখার প্রধান ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের অন্যান্য সদস্যদের শারীরিক ও মানসিক প্রশিক্ষণ দিতেন।

২০১৪ সালে ওমর ফারুক আনসার আল-ইসলামের সদস্য হন। তার সাথে চাকুরীচ্যুত মেজর জিয়ার ঘনিষ্ট যোগাযোগ ছিল। সে ঢাকা ও চট্টগ্রামে আনসার আল-ইসলামের প্রায় অর্ধশত সদস্যকে প্রশিক্ষণ দিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

Related Articles

Leave a Reply

Close
Close