দেশজুড়ে

যাত্রীদের ভোগান্তি কমাতে গণশুনানি

ঢাকা অর্থনীতি ডেস্ক: যাত্রীদের ভোগান্তি কমানো ও সেবার মান বাড়াতে গণশুনানি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবিন্দরের বহির্গমন টার্মিনাল-১ এ এই গণশুনানির আয়োজন করা হয়।

এ সময় যাত্রীরা নানা সমস্যার কথা তুলে ধরেন। উঠে আসে বিভিন্ন সংস্থা ও এয়ারলাইন্সের নানা অসংগতির কথা। শুনানিতে বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যাত্রীদের সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন বেবিচক চেয়ারম্যান।

পরে তিনি জানান, যাত্রীদের সব সমস্যা সমাধানের পাশাপশি, যাতে কোনো ভোগান্তি না থাকে সে বিষয়ে কাজ করছেন তারা। শুনানিতে মাদক চোরাচালান নিয়েও সতর্ক করেন বেবিচক চেয়ারম্যান।

Related Articles

Leave a Reply

Close
Close