দেশজুড়ে

যাত্রীদের হয়রানির দায়ে বাস মালিককে কারাদণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মানিকগঞ্জে যাত্রীদের হয়রানি ও লাঞ্ছিত করার দায়ে পদ্মা লাইন পরিবহনের একটি বাসের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত বাসমালিক ফরিদ আহমেদকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন।

তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রী হয়রানি বন্ধে গত তিনদিন ধরে নিয়মিত ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় তার নেতৃত্বে রোববার সকালে মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংযোগস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নীলাচল, হিমাচল, সেল্ফি, শুভযাত্রাসহ ৮টি বাসকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১৫টি বাসের যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়ার ৩৭ হাজার ৫০০ টাকা তাদের ফেরত দেয়া হয়।

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে পদ্মা লাইনের ওই বাসকে ৫ হাজার টাকা জরিমানা করায় বাসে থাকা বাসের মালিক ফরিদ আহমেদ যাত্রীদের উপর ক্ষিপ্ত হয়। তিনি যাত্রীসহ বাসটিকে মহাসড়ক থেকে একটি আঞ্চলিক সড়কে নিয়ে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেয়। কয়েকজন যাত্রী এর প্রতিবাদ করলে বাসের মালিক ৭-৮ জন যাত্রীকে মারধর করে।

পাটুরিয়া থেকে গাবতলীগামী ওই বাসের যাত্রীরা তার মোবাইল ফোনে এই ঘটনা জানালে তিনি শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ফোর্সসহ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাস মালিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের আওতায় তাকে কারাদণ্ড প্রদান করেন।

মহাসড়কে যাত্রী হয়রানি প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close