বিশ্বজুড়ে

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত ৩

ঢাকা অর্থনীতি ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শহরের আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় অন্তত ৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে ১১টি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এর আগে বুধবার (১০ আগস্ট) স্থানীয় সময় দুপুরে একটি আবাসিক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঠিক কী কারণে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা না গেলেও এরই মধ্যে তদন্তে একটি টিম গঠন করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভয়াবহ এ বিস্ফোরণে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে বেশ কয়েকটি বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে আমেরিকান রেডক্রস সংস্থা। ইতোমধ্যে ঘটনা তদন্তে একটি টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র লয়েড ভিন্নিকে। গ্যাস ও বিদ্যুতের লাইন থেকে এ দুর্ঘটনার সূত্রপাত কি না, সে বিষয়ে খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close