বিশ্বজুড়ে

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ হামলায় নিহত ১১

ঢাকা অর্থনীতি ডেস্ক: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যৌথ বিমান হামলা চালিয়েছে পশ্চিম ইয়েমেনের ছোট শহরসহ পোর্ট সিটিতে। এ হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হোদেইদা ও রাসইসা বন্দরে ১৭ বার বিমান হামলা চালানো হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের দাবি, সোমবার একটি হুথি নিয়ন্ত্রিত এলাকায় ছয়টি হামলা চালানো হয়েছে। এ হামলায় হুতিদের একটি ডুবো জাহাজ এবং ১৮টি জাহাজের ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জোট এবং অন্যান্য নৌবাহিনী বারবার হুথিদের ওপর হামলা চালাচ্ছে। তারপরও বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেনের বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণের হার বাড়িয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close