দেশজুড়ে

যুবলীগকে নতুন ধারায় ফেরাতে নেতাদের উদ্যোগ

ঢাকা অর্থনীতি ডেস্ক: তৃণমূল পর্যায়ে তুন কমিটি তৈরির কাজ শুরু করেছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ। নেতারা বলছেন, অতীতের সব দুর্নাম অপবাদ ঘোচাতে সংগঠনে কারা নেতৃত্ব দেবেন তার মানদণ্ড ঠিক করা হয়েছে।

দলের দুর্দিনে ত্যাগ স্বীকার করার পাশাপাশি কোন রকম দাগ বা কালিমা আছে এমন কাউকেই আর সংগঠনে ঠাঁই দিতে চান না তারা। বলা হচ্ছে, এলাকার মন্ত্রী এমপি কিংবা জেলা আওয়ামী লীগ নেতাদের তদবির নয় যোগ্যতাই হবে নেতৃত্বের মাপকাঠি।

আলোচিত ক্যাসিনো কেলেঙ্কারিসহ নানান অভিযোগের পর ২০১৯ সালের ২৩শে নভেম্বর যুবলীগের সপ্তম কংগ্রেসে আসে নতুন নেতৃত্ব। তারপর করোনা মহামারীর কারণে অনেকটাই স্থগিত ছিল সাংগঠনিক কার্যক্রম।

সম্প্রতি জোরেশোরে চলছে যুবলীগকে নতুন করে ঢেলে সাজানোর প্রস্তুতি। জেলায় জেলায় বর্ধিত সভা করে দেয়া হচ্ছে নানান বার্তা। যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন,’আমরা আমাদের সংগঠনকে একটি আদর্শ মানবিক সংগঠন হিসেবে পরিনত করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা আমাদের স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে অবশ্যই আলোচনা করে থাকি। কিন্তু আমাদের আদর্শ একটাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে বুকে ধারণকারী যুককেই যুব লীগে আনতে চাই।’

শীর্ষ নেতৃত্ব বলছেন সংগঠন প্রভাবমুক্ত না হয়ে না চললে কখনই নিজস্বতা ফিরবে না। যুবলীগ সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন,’যুব লীগ তার নিজস্ব ধারায় চলছে, সমগ্র বাংলাদেশে জেলা এবং উপজেলা কমিটির ক্ষেত্রে আগে যেভাবে এমপি এবং মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকরা যেভাবে প্রভাব বিস্তার করতো, আমাদের এই বর্তমান কমিটি দায়িত্ব নেবার পর আমরা সেই প্রভাব থেকে মুক্ত হচ্ছি।’

যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল জানান,’মাদক ব্যবহারকারী, মাদক ব্যবসায়ী, অনুপ্রবেশকারীদের দলে স্থান হবে না, সেটাও একটা ম্যসেজ। একটা মানবিক যুগলীগ গঠন করার জন্য অর্থাৎ যেখানেই অন্যায় সেখানেই মানুষের পাশে গিয়ে দাঁড়াবে।’

দুর্নাম ঘুচিয়ে যুবলীগকে আদর্শিক ও মানবিক সংগঠন হিসেবে গড়ে তোলারও চেষ্টা তাদের।

Related Articles

Leave a Reply

Close
Close