দেশজুড়েপ্রধান শিরোনাম

যেসব অফিস খোলা থাকবে কঠোর লকডাউনে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ এবারের কঠোর লকডাউনে জরুরি কারণ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। এমনকি বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস। তবে জরুরি সেবার পাশাপাশি গুরুত্বপূণ কিছু অফিস খোলা থাকবে।

এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিধিনিষেধের মধ্যে সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বাজেটের কাজে সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ ব্যাংকের শাখা, জাতীয় রাজস্ব বোর্ডসহ কয়েকটি অফিস ৩০ জুন পর্যন্ত খোলা থাকবে।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানান, গণমাধ্যম এ লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। এছাড়া জরুরি পণ্যবাহী ব্যতীত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু চিকিৎসা সংক্রান্ত কাজে অ্যাম্বুলেন্স ও যানবাহন চলাচল করবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না।

প্রসঙ্গত, সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন জারি করা হয়েছে। এ বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করা হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close