তথ্যপ্রযুক্তি

যেসব কারণে ফোনের ব্যাটারি নষ্ট হয়

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্যাটারি ফুলে যাওয়া, পানি ছেড়ে দেয়া, চার্জ না নেয়া, এমন সব সমস্যা আজকাল হর-হামেশাই ঘটছে, বিশেষ করে কিছু কিছু ব্র্যান্ডের মোবাইলে ফোনসেটের বেলায়। আবার অনেক সময় ভালো ব্র্যান্ডের ফোনেও এমন সময় দেখা দেয় ব্যবহারকারীর ভুলের কারণে। তবে সতর্কতার সঙ্গে ব্যবহার করলে এ সমস্যাগুলো এড়ানো সম্ভব।
জেনে নিন ব্যাটারি নষ্ট হওয়ার কয়েকটি কারণ—

* হাত থেকে ফোন বারবার পড়ে গেলে ব্যাটারি ফিজিক্যালি কিছুটা ড্যামেজ হয়। এর ফলে শর্ট সার্কিট, ওভার হিটিং ইত্যাদি হতে পারে।

* বাজারের সস্তা চার্জার থেকে সাবধান। এটি ফোন ব্লাস্টের অন্যতম কারণ।

* আমরা অনেকেই সারারাত ফোন চার্জে বসিয়ে দিই। এটির ফলে ফোন ওভার হিটিং করে ও ব্যাটারিও ক্ষতিগ্রস্ত হয়।

* অতিরিক্ত গেম খেললে প্রসেসরের উপর চাপ পড়ে। এর ফলে ফোন গরম হয়ে ব্যাটারি ফেটে যেতে পারে।

* রোদ বা উত্তাপ হতে যতটা সম্ভব ফোনকে দূরে রাখতে হবে।

* যত প্রকার ব্যাটারি অ্যাপস আছে তা থেকে দূরে থাকতে হবে। এটি যে পরিমাণ শক্তি সঞ্চয় করে তার চেয়ে দ্বিগুণ শক্তি অপচয় করে।

* ব্যাটারির তৈরিতে কোনো ত্রুটি থাকলেও এমন সমস্যা হতে পারে। এতে ব্যবহারকারীদের কোনো হাত নেই।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close