দেশজুড়ে

যৌতুকের দাবিতে চুল কেটে ও শরীর ঝলসে দিলো স্বামী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নোয়াখালীতে যৌতুকের দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে দেয়া এবং গরম খুন্তি দিয়ে সারা শরীর ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও সন্ত্রাসী নিয়ে উজ্জল হামলা চালিয়েছে। ভুক্তভোগী নারীর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

নোয়াখালীর কবিরহাটের নিলুফার ইয়াসমিন কলির সঙ্গে বেগমগঞ্জের মোশাররফ হোসেন উজ্জলের বিয়ে হয় ২০০৯ সালে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কলির ওপর নির্যাতন চালিয়ে আসছে উজ্জল। চাপে পড়ে বেশ কয়েকবার বাবার বাড়ি থেকে টাকাও এনে দেন কলি।

গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতে যৌতুকের জন্য কলির মাথার চুল কেটে দিয়ে গরম খুন্তি দিয়ে সারা শরীর ঝলসে দেয়া হয়। এ সময়, চিৎকার করলে তাকে গলা কেটে হত্যার হুমকি দেয়া হয়।

ভুক্তভোগী গৃহবধূ নিলুফার ইয়াসমিন কলি বলেন, ‘পুরো শরীর জায়গায় জায়গায় গরম খুন্তি দিয়ে ঝলসে দিয়েছে উজ্জল। হাত বেঁধে গলায় ছুরি ধরে আমাকে বলেছে, কাউকে বললে আমার বাচ্চার গলা কেটে ফেলবে।’

এক পর্যায়ে বাবার বাড়িতে পালিয়ে যান কলি। এরপর, চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাকে তুলে নেয়ার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

ভুক্তভোগীর বাবা ইউসুফ আলী বলেন, ‘খুন্তি দিয়ে সম্পূর্ণ শরীরে ছেঁকা দিয়েছে। মাথার চুল কেটে দিয়েছে। আমার মেয়ে সুযোগ পেয়ে পালিয়ে অন্য একটা বাসায় গিয়ে আশ্রয় নেয়। আমি এর বিচার চাই।’

নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসির উদ্দিন জানান, ‘যে চিহ্নগুলো দেখেছি সেগুলো কোন হিট করা ম্যাটেরিয়াল দিয়ে দেয়া হয়েছে। উনাকে কিল-ঘুষিও মারা হয়েছে। উনার বুকেও ব্যাথা আছে।’

ঘটনার সঙ্গে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে নোয়াখালী সদর সার্কেলের পুলিশ সুপার কাজী আবদুর রহীম বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করবো। প্রকৃত আসামি যারা আছেন তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করবো।’

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close