দেশজুড়েপ্রধান শিরোনাম

রমজানে খোলা থাকবে স্কুল: আপিল বিভাগ

ঢাকা অর্থনীতি ডেস্ক: পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার পৃথক প্রজ্ঞাপন স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে রমজানে স্কুল খোলা থাকবে।

মঙ্গলবার (১২ মার্চ) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

রমজান মাসে স্কুল খোলা থাকবে নাকি বন্ধ, এ সিদ্ধান্তের জন্য সোমবার (১১ মার্চ) দিনভর আদালতের দিকে তাকিয়েছিলেন দেশের শিক্ষার্থী ও অভিভাবকেরা। এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১০ মার্চ) হাইকোর্ট রমজানে স্কুল বন্ধের আদেশ দেন। এতে যারা সন্তুষ্ট হয়েছিলেন, তারাও পড়ে যান দ্বিধায়। কেননা, স্কুল খোলা রাখার সিদ্ধান্তে অনড় মন্ত্রণালয়। রমজানের আগের দিন তারা করে বসে আপিল। অতঃপর আজ এলো আপিল বিভাগের এই রায়।

এর আগে, সরকার রমজানের প্রথম ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close