দেশজুড়ে

রাঙামাটিতে আগুনে ৭০ ঘর পুড়ে ছাই

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাঙামাটির লংগদু উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৭০টির বেশি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫৫টি পরিবার। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (২ জুয়াই) দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার মাইনীমুখ বাজারে ঢাকাইয়া টিলা নামক স্থানে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানিয়েছে, রাত পৌনে একটার সময় ঢাকাইয়া টিলা এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।এলাকাবাসীর সহায়তায় সেনাবাহিনী ও পুলিশ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রবীর কুমার রায় জানিয়েছেন, আমরা ধারণা করছি, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের ৩০ কেজি করে চাল দেওয়া হবে।

আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন লংগদু সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মিরাজ হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রবীর কুমার রায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. জানে আলম ও লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত।

Related Articles

Leave a Reply

Close
Close