দেশজুড়ে

রাজধানীতে জীবানুনাশক ওষুধ ছিটাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীতে জীবানুনাশক ওষুধ ছিটাবে পুলিশ ও ফায়ার সার্ভিস। করোনাভাইরাস সংক্রমণ রোধে জলকামান দিয়ে জীবানুনাশক ওষুধ ছিটিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ও ফায়ার সার্ভিস ।

প্রতিদিন দুবার করে জলকামান দিয়ে ওষুধ ছিটাচ্ছে ডিএমপি। সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবানুনাশক ওষুধ ছিটানো হয়। যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে।

ডিএমপির ৮টি জলকামান ৮ ক্রাইম বিভাগে জীবানুনাশক ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করছে। এ কার্যক্রমে সহায়তা করতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এদিকে, ফায়ার সার্ভিসও শহরকে করোনাভাইরাস মুক্ত রাখতে জীবানুনাশক ওষুধ ছিটাচ্ছে। সকালে রাজধানীর ফুলবাড়িয়া থেকে এ কার্যক্রম শুরু করেন তারা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close