দেশজুড়েপ্রধান শিরোনাম

রাজধানীর পাঁচটি হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রাজধানীর পাঁচটি হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে হাসপাতালগুলোতে এই কর্মসূচি শুরু হয়। আজ পাঁচটি হাসপাতালে মোট ৫৬০ জনকে টিকা দেয়া হবে।

হাসপাতালগুলো হচ্ছে- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতাল।

গতকাল বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন হয়। কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন মোট পাঁচজনকে টিকা দেয়া হয়। প্রথম টিকা নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা।

এরপর পর্যায়ক্রমে চিকিৎসক হিসেবে প্রথম টিকা নেন মেডিসিন কনসালট্যান্ট ডা. আহমেদ লুৎফর মবিন, তারপর স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের সদস্য দিদারুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close