দেশজুড়ে

রাজনীতিবিদসহ চার শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব তলব

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের কাছে ৪ শতাধিক ব্যাংক হিসাবের বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ অক্টোবর) নির্দিষ্ট হিসাবগুলোর তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক।

তালিকায় ক্যাসিনো ব্যবসা, ব্যাংকের ঋণ খেলাপিদের নাম রয়েছে। একই সাথে সরকারি বিভিন্ন সংস্থায় অনিয়মের দায়ে অভিযুক্ত, ব্যবসা ও দুর্নীতির অভিযোগ রয়েছে এমন রাজনীতিক ব্যক্তিদের তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, এখন পর্যন্ত এই ব্যাংক হিসাবগুলো দুর্নীতির অভিযোগে জব্দ করার নির্দেশ রয়েছে দুদকের।

এছাড়া চলমান ক্যাসিনো বাণিজ্যে জড়িতদের অবৈধ সম্পদ অর্জনের যে অনুসন্ধান চলছে তা পর্যালোচনার জন্যও এই তথ্য প্রয়োজন। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের শুরু থেকে অনেক ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ ছিলো দুদকের।

গত সোমবার (২৮ অক্টোবর) সংসদ হুইপ শামসুল হত চৌধুরী, সংসদ নুরুন্নবী চৌধুরী শাওনসহ অর্ধশতাধিক ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুদক।

Related Articles

Leave a Reply

Close
Close