দেশজুড়ে

রাজশাহীতে বখাটেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজশাহী নগরীতে বখাটেদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের ফেসবুক আইডিতে থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) থেকে জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

কোরবানি ঈদের আগে রাজশাহী নগরীতে কলেজ ছাত্র খুন, ছিনতাই, স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করে বখাটেদের হাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা ও সমলোচনা হয়েছে। এতে করে বখাটেদের গ্রেফতার করে আইনের আওতায় এনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে শনিবার বিকাল থেকে রাজশাহীতে শুরু হয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী জেলা প্রশাসকের নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে বলা হয়েছে, ‘ইভটিজিং বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করা হয়েছে। এটি চলতে থাকবে। সঙ্গে অনিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালানো, গাঁজা বা মাদক সেবনের বিরুদ্ধেও অভিযান চলবে। যারা ইভটিজিং এর শিকার তারা ভয় না পেয়ে থানায় বা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করুন। আপনি প্রতিবাদ শুরু করলে আরও অনেকে সাহসি হবে।’

এর আগে শুক্রবার সন্ধ্যার অভিভাবকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। সন্তানদের খোঁজখবর রাখার অনুরোধ জানিয়ে তিনি স্ট্যাটাসে লেখেন, ‘ইভটিজার হিসেবে আটক হলে জেল জরিমানা হতে পারে।’

Related Articles

Leave a Reply

Close
Close