দেশজুড়ে

রাত ৯টার মধ্যে সকল চায়ের দোকান বন্ধের নির্দেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ উঠতি বয়সী কিশোরদের বখাটেপনা নিয়ন্ত্রণ করতে সুনামগঞ্জে রাস্তার পাশে, পাড়া-মহল্লার সব ভাসমান চায়ের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন জেলার নতুন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ‘উঠতি বয়সের কিশোররা পড়ালেখা বাদ দিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে অনেক রাত পর্যন্ত আড্ডা দেয়। এভাবে অনেকেই বখাটেপনায় জড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিতে চাই, সুনামগঞ্জে রাত ৯টার মধ্যে সব চায়ের দোকান বন্ধ করতে হবে। শুধু বাসস্ট্যান্ড ও লোক সমাগম এলাকা বাদ দিয়ে বাকি অলি-গলিতে যেসব চায়ের দোকান বা টং রয়েছে, সেগুলো বন্ধ করে দিতে হবে।’

শনিবার (৩১ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘আমি সুনামগঞ্জে আসার পর দেখেছি, এখানে চাঁদাবাজি, জুয়া খেলা, উঠতি ছেলেদের রাতভর আড্ডা ইত্যাদি হচ্ছে। কিন্তু আমি এখন পরিষ্কার বলে দিতে চাই, আমার জেলায় এসব হবে না। আমি চাঁদাবাজি, জুয়া খেলা, কিংবা কোনও রকম অপরাধমূলক কাজ মেনে নেবো না। সুনামগঞ্জ জেলা থাকবে মাদক ও দুর্নীতিমুক্ত।’

মতবিনিময় সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি মাছুম হেলাল, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, কার্যনির্বাহী সদস্য হিমাদ্রি শেখর ভদ্র, সেলিম আহমদ তালুকদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Close
Close