দেশজুড়ে

রামপুরায় বাসে আগুন: পুলিশের মামলা

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর রামপুরায় বাসচাপায় মাঈন উদ্দিন ইসলাম দুর্জয় নামে এক কলেজ শিক্ষার্থী নিহত এবং এ ঘটনায় বাসে অগ্নিসংযোগ করায় মামলা হয়েছে।

বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত পাঁচ শতাধিককে আসামি করে রামপুরা থানায় মামলা করেছে পুলিশ।

অন্যদিকে, অনাবিল বাসের চাপায় শিক্ষার্থী সড়ক দুর্ঘটনা আইনে দুর্জয়ের মা রাশিদা বেগম আরেকটি মামলা করেছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) নিরাপদ সড়ক আইন-২০১৮’তে দুর্জয়ের মা মামলাটি করেছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলায় অনাবিলের চালক সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গণপিটুনির শিকার সেই চালক এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন। মামলায় বাসের হেলপার চাঁদ মিয়াকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। একই ঘটনায় রামপুরা এলাকায় ৮টি বাসে আগুন ও ৪টিতে ভাঙচুর করায় পুলিশ নিজেই বাদী হয়ে আরেকটি মামলা করেছে।

এর আগে সোমবার (২৯ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে রামপুরা বাজারের সামনে বাসচাপায় নিহত হন দুর্জয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সোয়া ১০টার দিকে রামপুরা বাজার এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করলে শিক্ষার্থী মাঈন উদ্দিন ইসলাম দুর্জয়কে বাস থেকে ফেলে দেয় হেলপার। এসময় অনাবিল পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় ওই শিক্ষার্থী। নিহত মাঈন উদ্দিন ইসলাম দুর্জয় রামপুরা একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Close
Close