আমদানি-রপ্তানীদেশজুড়েপ্রধান শিরোনাম

জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১৪.৭২ শতাংশ

ঢাকা অর্থনীতি ডেস্ক: ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে পণ্য রপ্তানি হয়েছে ৩ হাজার ৯৮৪ দশমিক ৮২ মিলিয়ন ডলার। যা আগের বছরের একই সময়ে তুলনায় বেড়েছে ১৪ দশমিক ৭২ শতাংশ। এর আগের অর্থবছরের (২০২১ সালের) জুলাই মাসে রপ্তানি আয় ছিল ৩ হাজার ৪৭৩ দশমিক ৪৩ মিলিয়ন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাসিক পরিসংখ্যান প্রতিবেদন (হালনাগাদ) থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৯২০ মিলিয়ন ডলার। সেখানে রপ্তানি আয় হয়েছে ৩ হাজার ৯৮৪ দশমিক ৮২ মিলিয়ন ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় বেড়েছে।

সেই হিসেবে ২০২১ সালের জুলাই মাসের তুলনায় ২০২২ সালের জুলাইয়ে ৫১ কোটি ১৩ লাখ ৯ হাজার ইউএস ডলার বেশি রপ্তানি আয় হয়েছে। যা শতাংশের হিসেবে ১৪ দশমিক ৭২ শতাংশ।

এর মধ্যে চলতি বছরের জুলাই তৈরি পোশাক পণ্য রপ্তানি হয়েছে ৩৩৬ কোটি ৬৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার। যা ২০২১ সালের জুলাইয়ে রপ্তানি হয়েছিল ২৮৮ কোটি ৭২ লাখ ১০ হাজার ইউএস ডলার।

প্রসঙ্গত, গত ২০২১-২২ অর্থবছরে প্রথমবারের মতো ৫০ বিলিয়ন ডলারের মাইলফলক পেরিয়ে ৫২ বিলিয়ন ডলারের পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করেছে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Close
Close