বিশ্বজুড়ে

রুশ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চায় রাশিয়া

ঢাকা অর্থনীতি ডেস্ক: ইউক্রেনের হামলায় যুদ্ধবন্দিবাহী রুশ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চায় রাশিয়া। বুধবার (৩১ জানুয়ারি) এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি।

পুতিনের দাবি, এরইমধ্যে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন, মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট থেকে ছোড়া মিসাইলে ধ্বংস হয়েছে বিমানটি। তবে প্রতিপক্ষ কেন বিমানটি ভূপাতিত করেছে, তা তিনি বুঝতে পারছেন না বলে জানান রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, বিমানটি মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা থেকে হামলা চালিয়ে ‘ভূপাতিত’ করা হয়েছে। বিশেষজ্ঞ দ্বারা এটি প্রমাণিত হয়েছে। ইউক্রেন কয়েকবারই এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের কথা বলছে। আমরাও চাই, আন্তর্জাতিক তদন্ত হোক।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close