দেশজুড়েপ্রধান শিরোনাম

রোগী দেখার সময় সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসকের ওপর হামলা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রোগী দেখার সময় সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন ফিরোজের ওপর হামলার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক শারমিন ফিরোজ সদর থানায় লিখিত অভিযোগে জানান, হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিতে আসেন শহরের বাঁকাল এলাকার মৃত সঞ্জয় মোড়লের ছেলে ইসমাইল হোসেন দীপ (২৬)। তার সঙ্গে ছিলেন সৈয়দ সাইদুল জামান (২৪) ও শেখ গোলাম মোস্তফা (২৪)। দীপকে চিকিৎসা দেয়ার সময় কোনো কারণ ছাড়াই সৈয়দ সাইদুল জামান সাগর ও শেখ গোলাম মোস্তফা চিকিৎসক শারমিন ফিরোজকে ভয়ভীতি প্রদর্শন ও মারতে উদ্যত হয়। তিনি ডিউটি রুমের দরজা আটকে রক্ষা পেলেও হাসপাতালে কর্মরত স্টাফদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন তারা।

সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. অসীম কুমার সরকার জানান, সোমবার বিকেলে প্রথমে তিনজন চিকিৎসা নিতে আসেন। পরে তারা চিকিৎসককে বিভ্রান্ত ও উত্ত্যক্ত করতে আবারও হাসপাতালে আসে। মূলত তারা মাদকাসক্ত। তাদের কাউন্সিলিং করে সেবা দানের সময় ক্ষিপ্ত হয়ে চিকিৎসক ও স্টাফদের ওপর হামলা চালান তারা। হাসপাতালের চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় চিকিৎসক শারমিন ফিরোজের পক্ষ থেকে সদর থানায় মামলা করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সদর হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ডোপ টেস্টে তারা মাদকসেবী বলে প্রমাণ মিলেছে। গ্রেফতারদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close