দেশজুড়েপ্রধান শিরোনাম

রেলের পুরনো ব্রিজগুলো মেরামতের নির্দেশ

ঢাকা অর্থনীতি ডেস্ক: রেলের পুরানো ব্রিজগুলোকে ভালোভাবে মেরামত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৬ জানুয়ারি) গনভবনে চারটি মন্ত্রনালয়ের বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ভিডিও কন্ফারেন্সিং এর মাধ্যমে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু ও তারাকান্দি হয়ে আন্তঃ নগর জামালপুর এক্সপ্রেস, ফরিদপুর এক্সপ্রেস রাজবাড়ি এক্সপ্রেস নামে ভাঙ্গা পর্যন্ত, পাবনা এক্সপ্রেস ঢালারচর এক্সপ্রেস নামে ঢালারচর পর্যন্ত বর্ধিতকরন এবং উদয়ন এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেসের রেক নতুন কোচ দ্বারা প্রতিস্থাপনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী পল্লী সঞ্চয় ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবা পল্লী লেনদেন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার উদ্বোধন করেন। উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর তালিকায় চট্টগ্রাম ওয়াসার শেখ রাসেল পানি শোধনাগার, খুলনা ওয়াসার বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও ছিল।

সবাইকে পানির অপচয় না করতে পরামর্শ দিয়ে বলেন, কেবল রাজধানী ভিত্তিক নয়, গ্রাম পর্যায়েও উন্নয়ন করতে হবে।

তিনি বলেন, সময় এবং ঝুঁকি কমাতে রেল সেতুগুলো মেরামত জরুরি।

তিনি আরো বলেন, ‘আজ আমরা দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত রেললাইন নির্মাণ করছি। অথচ ৭৫-এর পরে যারা ক্ষমতায় ছিল তারা রেললাইন বন্ধ করে দিয়েছে। মিলিটারি ডিক্টেটররা যখন ক্ষমতায় আসে তখন মুষ্ঠিমেয় মানুষ বড়লোক হয়। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য খোলে না। বিগত দিনে তাই হয়েছে। দেশের উন্নয়নও থমকে গিয়েছিল।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উন্নয়নের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের মাধ্যমে এদেশের তৃণমূল পর্যায়ের মানুষের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে।’

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close